বিদ্যালয়টি ০১-০১-১৯৯৬ ইং তারিখ হতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে একামেডিক স্বীকৃতি ০১-০১-২০০০ হতে ৯ম শ্রেণী অনুমতি প্রাপ্ত এবং ০১-১০-২০০৩ হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। তাছাড়া ০১-০৪-১৯৯৯ নিম্ন মাধ্যমিক হিসাবে এবং ০১-০৫-২০০৪ সালে মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়টি এম, পি, ও ভুক্তি হয়েছে।
১৯৯২ সালের ১৫ সেপ্টেম্বরে জশিহাটি, একঢালা,দোহার, হাকিমপুর ও ময়থা চরপাড়া গ্রামের প্রায় তিনশ জন গন্যমান্য ও শিÿানুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে জশিহাটি গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টির নাম করন করা হয়। জশিহাটি উচ্চ বিদ্যালয় এবং ০২-০১-১৯৯৩ সাল হতে বিদ্যালযের কার্যক্রম শুরম্ন হয়।
নিয়মিত ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা ১৩ জন। কমিটির অনুমোদনের তারিখ ১৮-১২-২০১১ ইং সাল। স্বারক নং- ৬৯/টাং/৬১০৭। মেয়াদ কাল ১৮-১২-২০১১ থেকে ১৭-১২-২০১৩ সাল পর্যমত্ম।
সমাপনী জে, এস, সিঃ- ২০১০ সালে করেছে ৩৩জন। পাশের হার ৮০.৪৯%, ২০১১ সালে করেছে ৫৪জন। পাশের হার ১০০%, এস, এস, সিঃ- ২০০৭ সালে পাশ করেছে ১৫জন। পাশের হার ৪৫%, ২০০৮ সালে পাশ করেছে ২৯জন। পাশের হাড় ৮২.৮৬%,২০০৯ সালে পাশ করেছে ২৯জন। পাশের হার ৭২.৫%, ২০১০ সালে পাশ করেছে ৩৯জন। পাশের হার ৯৫.১২%,২০১১ সালে পাশ করেছে ২৯জন। পাশের হার ৯০.৬২%।
জুনিয়র বৃত্তি পরীÿায় ২০০৭ সালে এক জন ট্যালেন্টপুলে ২০০৯ সালে একজন সাধারন গ্রেডে ২০১০ সালে ৮ম শ্রেনীর সমাপনী পরীÿায় একজন ট্যালেন্টপুলে তিন জন সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।
২০০৯ সালে এস, এস, সি পরীÿায় একজন গোল্ডেন জি, পি, এ, ৫ প্রাপ্ত হয়।
আগামীতে পাবলিক পরিÿা সহ আভ্যমত্মরিন সকল পরিÿার ফলাফল শতভাগ নিশ্চিত করা । সহ পাঠ্য ক্রমিক শিÿা জোরদার করা।
জশিহাটি উচ্চ বিদ্যালয় । জশিহাটি, বাসাইল, টাঙ্গাইল। jashihatihighschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস