টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাধীন হাবলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে হাবলা টেংগুরিয়াপাড়া গ্রামে ১৯৯২ সনে হাবলা টেংগুরিয়াপাড়া আব্দুল্লাহেল বাকী (এইচ.টি.এ.বি)উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
প্রতিষ্ঠানটি বাসাইল উপজেলার সর্ব দক্ষিণে হাবলা ইউনিয়নে অবস্থিত। এলাকার দরিদ্র জনগোষ্ঠির ছেলে মেয়েদের শিক্ষার মান উন্নয়ন তথা শিক্ষা বিস্তারের জন্য অত্র এলাকায় কোন উচ্চ বিদ্যালয় না থাকায় হিতৈষী ব্যক্তিবর্গের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। হাবলা টেংগুরিয়াপাড়া গ্রামের মরহুম আব্দুল্লাহেল বাকী সাহেবের সহধর্মীনি দানবীর মিসেস আমেনা বাকীর সঙ্গেঁ আলোচনা করা হয় এবং বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অর্থ ও জমি প্রদানের আশ্বাস প্রদান করেন। উক্ত আশ্বাসের প্রেক্ষিতে গত ০৩/০৪/১৯৯২ খ্রিঃ তারিখের রেজুলেশন মূলে বিদ্যালয়ের নাম মিসেস আমেনা বাকী সাহেবের স্বামী মরহুম আব্দুল্লাহেল বাকী সাহেবের নামে নাম করন করার প্রস্তাব রাখেন। পরবর্তীতে ০৬/০৪/১৯৯২ খ্রিঃ তারিখে এলাকার হিতৈষী ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয়ের নাম করন করেন হাবলা টেংগুরিয়াপাড়া আব্দুল্লাহেল বাকী উচ্চ বিদ্যালয়। ডাকঘর- টেংগুরিয়াপাড়া, উপজেলা- বাসাইল, জেলা- টাঙ্গাইল। বিদ্যালয়টি ঘর নির্মাণ জমির দলিল সম্পাদনসহ সকল কর্ম সম্পন্ন করে ১১/১২/১৯৯২ খ্রিঃ তারিখ বিদ্যালয়ের উদ্ধোধন করা হয়। বিদ্যালয়টিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন এলাকার সমাজসেবী ও হাবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক। এভাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে এলাকার জন সাধারনের ছেলেমেয়েদের শিক্ষা বিস্তারে অবদান রেখে যাচ্ছে।
৬ষ্ঠ শ্রেণী- ১৪৮ জন, ৭ম শ্রেণী- ১৩৩ জন, ৮ম শ্রেণী- ১১৫ জন, ৯ম শ্রেণী- ১২৫ জন, ১০ম শ্রেণী- ৯৯ জন।
|
|
জে.এস.সি-২০১০-৮৭.২০%, ২০১১-৮৯.২৩%। |
এস.এস.সি-২০০৭ ৫১.৮৯%, ২০০৮-৮৬.৯৫%, ২০০৯-৮৬.৭৬%, ২০১০-৮৫.৫০%, ২০১১-৮৩.১৪%।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে উপজেলায় মেধাবৃত্তিতে ১ম স্থান হওয়াসহ উপজেলায় বাণিজ্য বিভাগে প্রথম জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র। ২০০৯ সালে পাবলিক পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে যথাক্রমে ১০ বার ও ৭বার ভলিবলে চ্যাম্পিয়ন, উপ-অঞ্চলে ২বার চ্যাম্পিয়ন ও ৩ বার রানার আপসহ ২০০৫ সনে জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া প্রতিষ্ঠার পর থেকে ২বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। ২০০৯- A+-০৬ জন, ২০১০- A+-০২ জন, ২০১১- A+-০২ জন সহ ফলাফল সন্তোষজনক। |
বিদ্যালয়টির ফলাফল আরও ভাল করা এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্থান লাভ করার জন্য কাজ করে যাচ্ছি। তাছাড়া পর্যায়ক্রমে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে উন্নীত করা।
হাবলা টেংগুরিয়া পাড়া আব্দুল্লাহেল বাকী(এইচ.টি.এ.বি) উচ্চ বিদ্যালয় ডাক- টেংগুরিয়াপাড়া বাসাইল, টাঙ্গাইল। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস