বাসাইল সদরে ১৭২ শতাংশ ভূমির উপর ১৫০ হাত এবং ১০১ হাত দুইটি ঘরসহ যাবতীয় আসবাবপত্র ও যন্ত্রপাতিসহ নির্মান করা হয়।
বাসাইল উপজেলায় নারী শিক্ষার সম্প্রসারনে কোন মহিলা কলেজ না থাকায় মাননীয় এম,পি জনাব কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান মহোদয় তার নির্বাচনী সমাবেশে বাসাইলে একটি মহিলা কলেজ স্থাপনের অঙ্গীকার করেন। সেই প্রেক্ষাপটে এম,পি মহোদয় নির্বাচীত হওয়ার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নিমিত্তে বাসাইল উপজেলার শিক্ষা অনুরাগী, সাংবাদিকবৃন্দ, সমাজ সেবক ও অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৯ই মে, ২০০৯ খ্রিষ্টাব্দে বেলা ১১:০০ ঘটিকায় বাসাইল উপজেলা সদরে একটি মহিলা কলেজ স্থাপনকল্পে মত বিনিময় সভা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভার আহবায়ক বাসাইল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী অলিদ ইসলাম সভাপতির আসন গ্রহণ করেন। সভাপতি মহোদয়ের অনুরোধক্রমে সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন সদর ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ মিয়া। অনুষ্ঠান শুরুতেই উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান জনাব কাজী অলিদ ইসলাম বাসাইল উপজেলা সদরে একটি মহিলা কলেজ স্থাপনের জন্যে মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক কৃষিবিদ, শওকত মোমেন শাহজাহানের আগ্রহ এবং দিক নির্দেশনামূলক পরামর্শক্রমে আজকের এই সভা আহবাণ করা হয়েছে বলে জনান, এবং তিনি মহিলা কলেজ প্রতিষ্ঠার নিমিত্তে সকলের কাছে পরামর্শ কামনা করেন। বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব এম,এ খালেক বাসাইল উপজেলা সদরে একটি মহিলা কলেজ স্থাপনের প্রস্তাবনা উপস্থাপন করেন। এরপর মাননীয় এম,পি মহোদয় ঘোষণা করেন যে, এই কলেজ প্রতিষ্ঠায় সরকারী বিধিমোতাবেক কোন ব্যক্তি ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা এককালীন নগদ প্রদান করলে তার প্রস্তাবিত কোনো এক/একাধিক ব্যক্তির নামযুক্ত করে কলেজের নাম নির্ধারন করা হবে। তখন বাংলাদেশ ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার জনাব আব্দুল মালেক (জন্মঃ বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের ঢংপাড়া) তার প্রয়াত মাতা জোবেদা ও প্রয়াত স্ত্রী রুবেয়া এর নাম সংযোজন করার প্রস্তাব করেন। বিধিমোতাবেক প্রদেয় ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা প্রদানের ঘোষণা দেন।
মাননীয় সংসদ সদস্য এই কলেজের নাম ‘‘বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজ’’ রাখার প্রস্তাব করলে উপস্থিতি সকলেই দুই হাত তোলে সমর্থন করেন। কলেজটি প্রাথমিক অনুমোদন পায় ২৯/০৬/২০১০ইং তারিখে। |
একাদশঃ ১৫০ জন
দ্বাদশঃ ১১১ জন।
১। প্রতিষ্ঠাতা ও সভাপতিঃ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান (সভাপতি কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সংসদ সদস্য, ১৩৭ টাঙ্গাইল ৮) ।
২। জনাব আব্দুল মালেক মিয়া দাতা সদস্য
৩। জনাব কাজী অলিদ ইসলাম সদস্য
৪। জনাব খন্দকার শামছুন্নাহার হোসেন সদস্য
৫। অধ্যক্ষ, বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজ, বাসাইল, টাঙ্গাইল সদস্য সচিব
পরীক্ষার সনঃ ২০১১ইং = মোট ছাত্রীঃ ৪৪ জন, মোট পাশঃ ৪৩ জন। A+২জন, A১৮ জন, A-১৩ জন, B৬ জন, C ৪ জন।
পরীক্ষায় ভাল ফলাফল।
১০০% পাশ নিশ্চিত করা।
বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজ, বাসাইল, টাঙ্গাইল।
ই-মেইল : dha134347@educationboard.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস