: টাংগাইল জেলার অর্ন্তগত বাসাইল উপজেলাধীন ১ নং বালিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। জরিম পরিমাণ ৬২ (বাষট্টি) শতাংশ, পাকা ভবন ২ (দুই)টি, কক্ষ সংখ্যা ০৫ (পাঁচ) টি, পাকা শৌচাগার ০৩ (তিন) টি, নলকূপ ০২ (দুই)টি। টাংগাইল জেলা হইতে ২২ (বাইশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। বাসাইল উপজেলা হইতে উত্তর দিকে কাচা রাস্তায় ০৫ (পাঁচ) কিলোমিটার দূরে অবস্থিত। |
: নিম্ন অঞ্চল, এ অঞ্চলে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। স্থানীয় জনগণের উদ্যোগে ১৯২৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। বিদ্যালয়টির ফলাফল উত্তোরোত্তর বৃদ্ধি পাইতেছে। |
: শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | মন্তব্য |
শিশু শ্রেণী | ১৪ | ১৩ | ২৭ |
|
১ম | ২৫ | ১৫ | ৪০ |
|
২য় | ২৬ | ১৫ | ৪১ |
|
৩য় | ১৪ | ৩১ | ৪৪ |
|
৪র্থ | ১৫ | ২৪ | ৩৯ |
|
৫ম | ১৬ | ২২ | ৩৮ |
|
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ( মোট ) | ২৩০ জন |
ডাঃ দেলুয়ার হোসেন | সভাপতি |
মোঃ মোসলেম উদ্দিন | সহ-সভাপতি |
মোঃ জাহাঙ্গীর আলম | সদস্য |
উজালা বেওয়া | সদস্য |
আরজিনা হাসান | সদস্য |
তরুন কুমার গুহ | সদস্য |
রেহানা বেগম | সদস্য |
আলাল মিয়া | সদস্য
|
সাজেদা বেগম | সদস্য |
মিনা আক্তার | সচিব |
২০০৭ সালে পাশের হার ৯২% ২০০৮ সালে পাশের হার ১০০% ২০০৯ সালে পাশের হার ৮৭% ২০১০ সালে পাশের হার ১০০% ২০১১ সালে পাশের হার ১০০% |
: ২০০০ সালে ০১ জন সাধারণ বৃত্তি। ২০০১ সালে ০১ জন সাধারণ বৃত্তি। ২০০৩ সালে ০১ জন সাধারণ বৃত্তি। |
: শতভাগ ভর্তি ও শতভাগ পাশ। ২০১১ সালে সমপনী পরীক্ষায় ০২ জন এ+। |
: বিদ্যালয়টি ভবিষ্যৎ উন্নয়ণ পরিকল্পনার লক্ষ্যে শিক্ষক অভিভাবক সমিতি ও মা সমাবেশের মাধ্যমে একশত ভাগ ভর্তি ও একশত ভাগ পাশ অব্যহত রেখে পাশের মান বৃদ্ধি করে আদর্শ বিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা লওয়া হয়েছে। |
: ১নং বালিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয, ডাকঘর - বালিয়া বাজার, পোষ্ট কোড- ১৯০৩, বাসাইল, টাংগাইল।
ueobasailtangai@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস