টাঙ্গাইল জেলা সদর থেকে ১৬ কিঃ মিঃ দূরে টাঙ্গাইল সখীপুর সড়কের পাশে মনোরম সৌন্দর্যের সম্ভার নিয়ে দাড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। কলেজ ভবনের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ এবং অবশিষ্ট ভূমি খেলার মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে। কলেজের সর্বমোট জমির পরিমাণ ৫ একর ২৯ শতাংশ। |
টাঙ্গাইল জেলাধীন বাসাইল একটি অতিপ্রাচীন থানা হলেও ১৯৮৫ সালের আগে এ থানায় কোন কলেজ ছিল না। ১৯৮৫ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদ হোসেন আল মজিদী (শিষ মিয়া) এর উদ্যোগে এবং দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান এর জমি এবং আর্থিক অনুদানে ১৯৮৫ ইং সালের ১ জুলাই কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ঐ বছর থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের ক্লাশ চালু করা হয়। কালের পরিক্রমায় কলেজটি ১৯৮৯ সালে ডিগ্রি কলেজে উন্নিত হয়। এই কলেজ প্রতিষ্ঠায় তৎকালীন ৬টি ইউনিয়নের চেয়ারম্যান সহ বাসাইলবাসী, উপজেলা নির্বাহী অফিসার আবু সিদ্দিক চৌধুরী এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক এম. জি মর্তূজাও অপরিসীম ভূমিকা পালন করেছেন। কলেজটি প্রতিষ্ঠাতা আলহাজ্ব এমদাদ আলী খান এবং তাঁর পত্মী হামিদা খানের নামানুসারে বাসাইল এমদাম হামিদা ডিগ্রি মহাবিদ্যালয় রাখা হয়। টাঙ্গাইল জেলা শহর থেকে এর দূরত্ব ১৬ কিঃ মিঃ। পাকা রাস্তার সাথেই মনোরম প্রাকৃতিক পরিবেশে কলেজটি অবস্থিত। কলেজ গভর্নিং বডির সুযোগ্যতা নেতৃত্বে এবং পরিচালনা পরিষদের বিজ্ঞ সদস্য বৃন্দ এবং সুযোগ্য অধ্যাপক মন্ডলীর নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে।
একাদশ শ্রেণি | দ্বাদশ শ্রেণি | ||||||
মানবিক | বিজ্ঞান | বাণিজ্য | মোট | মানবিক | বিজ্ঞান | বাণিজ্য | মোট |
১৪৭ জন | ৩৯ জন | ৯২ জন | ২৭৮ জন | ১১৪ জন | ৩০ জন | ৫৯ জন | ২০৩ জন |
একাদশ (বি.এম) | দ্বাদশ (বি.এম) | ||||||
৪৭ জন | ৬০ জন |
ডিগ্রি (সেশন) | ||||
২০০৬-০৭ | ২০০৭-০৮ | ২০০৮-০৯ | ২০০৯-১০ | ২০০১০-১১ |
১৪ জন | ২৯ জন | ৪৩ জন | ৪২ জন | ১৭ জন |
ক্রমিক নং | নাম | পদবী |
1. | জনাব কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান (এমপি) | সভাপতি |
2. | জনাব মোঃ খালেকুজ্জামান খান লাবু | প্রতিষ্ঠাতা সদস্য |
3. | জনাব মোঃ কামরুজ্জামান খান | দাতা সদস্য |
4. | জনাব কাজী অলিদ ইসলাম | বিদ্যোৎসাহী সদস্য |
5. | জনাব মাহমুদ হোসেন আল মজিদি (শিষ মিয়া) | বিদ্যোৎসাহী সদস্য |
6. | জনাব আব্দুল মালেক মান্নান | বিদ্যোৎসাহী সদস্য |
7. | জনাব আবু হানিফ মিয়া | অভিভাবক সদস্য |
8. | জনাব মোঃ শাহ আলম মিয়া | অভিভাবক সদস্য |
9. | জনাব মোঃ মফিজুর রহমান খান | অভিভাবক সদস্য |
10. | জনাব আব্দুল হামিদ খান তপন | হিতৈষী সদস্য |
11. | জনাব ডাঃ শামীম আল মামুন | মনোনিত সদস্য |
12. | জনাব দেবাশীষ কুমার দেব | শিক্ষক প্রতিনিধি |
13. | জনাব মোঃ ইদ্রিছ আলী | শিক্ষক প্রতিনিধি |
14. | জনাব মোঃ ওয়াজ নবী | শিক্ষক প্রতিনিধি |
15. | জনাব ড. মোঃ হাবিবুর রহমান | সদস্য-সচিব |
পরীক্ষার নাম | সন | অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা | উত্তীর্ন ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশের হার |
এইচ. এস. সি | ২০০৭ | ১১৮ | ৮৭ | ৭৪% |
২০০৮ | ১৪১ | ১১৮ | ৮৪% | |
২০০৯ | ১৬৮ | ১০৯ | ৬৫% | |
২০১০ | ১৭৬ | ১০১ | ৫৭% | |
২০১১ | ১৬৬ | ১৫৭ | ৯৪% | |
এইচ. এস. সি (বি এম) | ২০০৭ | ২০ | ৪ | ২০% |
২০০৮ | ২৫ | ২২ | ৮৮% | |
২০০৯ | ১৪ | ৯ | ৬৪% | |
২০১০ | ৪ | ৪ | ১০০% | |
২০১১ | ২৪ | ২৪ | ১০০% | |
ডিগ্রি | ২০০৬ | ১০ | ১ | ১০% |
২০০৭ | ৩২ | ৯ | ২৮% | |
২০০৮ | ৪০ | ২৫ | ৬২% | |
২০০৯ | ৩০ | ১৮ | ৬০% | |
২০১০ | ১৭ | অপ্রকাশিত |
|
সেনাকল্যাণ বৃত্তি, মমতাজ কফুরুন্নেছা বৃত্তি।
২০১১ সালে A+ ৭টি।
পাশের হার ১০০% এ উন্নিত করন এবং পর্যায়ক্রমে কলেজে অনার্স কোর্স চালু করা।
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি মহাবিদ্যালয়, ডাকঘর ও উপজেলাঃ বাসাইল,
জেলাঃ টাঙ্গাইল। ই-মেইলঃ basailehdc@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস