একজন শিক্ষার্থীকে জীবনে সফল হবার জন্য লেখা পড়ার পাশাপাশি আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ, নিয়মনীতি ও সময়ানুবর্তিতা শেখানো সহ তার শারীরিক ও মানসিক প্রতিভা ঘটানোর মহান কাজে নিয়োজিত বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি বাসাইল উপজেলার একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে বিবেচনার দাবী রাখে। টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা সদর থেকে ১ কি. মি. পূর্ব দক্ষিণে বাসাইল পাথরঘাটা সড়কের পাশে এর অবস্থান। বিদ্যালয়টিতে তিনতলা ভবন একটি, একতলা ভবন ২টি এবং বিশাল একটি হলরুম রয়েছে। সেখানে রয়েছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, বিজ্ঞান ভবন, লাইব্রেরী, বিশ্ব সাহিত্য কেন্দ্র, শিক্ষক মিলনায়তন, স্কাউট ভবন, কম্পিউটার কক্ষ। এছাড়াও খেলার ২টি মাঠ ও একটি মসজিদ। |
আজ থেকে ৬৩ বছর আগে ১৯৪৫ সালে বাসাইলের ঐতিহ্যবাহী জমিদার গোবিন্দ্র চন্দ্র রায় এলাকার সর্ব সাধারনের শিক্ষা বিস্তার কল্পে প্রতিষ্ঠা করেন এ অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ‘‘বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়’’। প্রথমে বাসাইল প্রশাসনিক সদর থেকে ১ কিলোমিটার পূর্বে অবস্থিত তৎকালীন জমিদার বাড়ীতেই মধ্য ইংরেজী হিসেবে এর কার্যক্রম শুরু হয়। তৎকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১৯৪৫ সালের ২রা জানুয়ারি দায়িত্ব গ্রহন করেন শ্রী বসন্ত কুমার রায়। ১৯৪৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলা ১৩৫৫ সালের ১৬ ভ্রাদ্র থেকে এটি উচ্চ ইংরেজী উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। বৃটিশ শাসনের অবসান হলে এটির নাম করন করা হয় বাসাইল গোবিন্দ উচ্চ বিদ্যালয়। ১৯৮৭ সালের ৬ নভেম্বর এটিকে সরকারি করন করা হয়। |
জে.এস.সি-২০১০-৯৫.২০%, ২০১১-৯৯%।
পরীক্ষা | পরীক্ষার্থী | কৃতকার্য | পাশের হার |
জে.এস.সি | ৯১ | ৯০ | ৯৯% |
এস.এস.সি | ৫৮ | ৫৮ | ১০০% |
জে.এস.সি- ২০১১- ৮ জন বৃত্তি পেয়েছে। এস.এস.সি- ২০১১- ১জন বৃত্তি পেয়েছে। |
দেশ বরেন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, যশর্ম্বী ক্রীড়াবিদ, সমাজকর্মী, কবি, সাহিত্যিক স্থপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মননসীল বুদ্ধিজীবি ও সাংবাদিক। |
একটি বৃহৎ পাঠাগার, ছাত্রাবাস নির্মাণ, কম্পিউটার ল্যাব, আধুনিক নাট্যমঞ্চসহ হল রুম স্থাপন ও ছাত্রী ভর্তি করা। |
headmasterbghs@gmailcom.dhakaeducation113977@gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস