০১/০১/১৯৮১ ইং সন হতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত এবং বর্তমানে বিদ্যালয়টি একটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত।
ময়থা জনতা উচ্চ বিদ্যালয়টি গত ১৯৮১ ইং সনে প্রতিষ্ঠিত। ইহা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাস্থ ১ নং ফুলকী ইউনিয়নের কেন্দ্র স্থলে অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম নয়ান উদ্দিন খান সাহেব সহ অত্র অঞ্চলের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় প্রতিষ্ঠিত বিধায় বিদ্যালয়টির নামকরণ করা হয় ময়থা জনতা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে যে সমস্ত দানবীর জমি দান করেছেন তারা হলেন- মরহুম চান মামুদ খান, নওয়াব আলী, হুসেন উদ্দিন তালুকদার, মুন্সী মাজেদুর রহমান, ছানাউল্লাহ খোশ নবীস, (আব্দুল গনি সরকার, আব্দুর রহমান সরকার এওয়াজ সূত্রে), আনোয়ার হোসেন খোশনবীস, মোঃ কোববাদ আলী এবং মুন্সী মেনহাজ উদ্দিন। আজীবন দাতা ভোটার হিসেব আছেন এম. ওয়াজেদ আলী মল্লিক। বিদ্যালয়টি অত্র অঞ্চলে প্রতিষ্ঠিত হওয়ায় দরিদ্র জনগোষ্ঠির ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের পাবলিক পরীক্ষর ফলাফল, খেলাধুলা ও অন্যান্য সহ পাঠ্য ক্রমিক কার্যাবলী সন্তুষজনক। বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা অব্যাহত আছে। বর্তমান বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠালগ্নে অত্র অঞ্চলের জনসাধারনের সার্বিক সহযোগিতা শ্রদ্ধাভরে স্মরণ করে।
|
১। জনাব মোঃ মঞ্জুরুল হক খান , ২। জনাব মোঃ এডমিয়ার খান ৩। জনাব মোঃ আব্দুল বাছেদ ৪। জনাব মোঃ আনোয়ার হোসেন ৫। জনাব আঃ ছামাদ ৬। জনাব ডাঃ মুহাম্মদ মঞ্জুরে রহমান ৭। জনাব ডাঃ আবুল কাশেম ৮। জনাব নাছরিন বেগম ৯। জনাব এম. ওয়াজেদ আলী মল্লিক ১০। জনাব মোঃ আবু হানিফ মিয়া ১১। জনাব মোঃ আব্দুছ ছবুর মিয়া | সভাপতি শিক্ষক প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি অভিভাবক সদস্য ঐ ঐ ঐ সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দাতা সদস্য কো-অপ্ট সদস্য সদস্য সচিব/ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক |
মোট পরীক্ষার্থী- ৬৪ জন, মোটঃ পাশ ৫৮ জন, A+৪ জন, A ১২ জন, A- ১৪ জন, B ১৬ জন, C ১২ জন। পরীক্ষার সন ২০১১ ইং।
সরকার প্রদত্ত ১০% ছাত্র এবং ৩০% ছাত্রী বৃত্তি প্রদান করা হয়।
২০১১ ইং সনে ২ জন ছাত্র গোল্ডেন জিপিএ-৫ সহ মোট ৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে, এছাড়াও অনেকে ‘‘এ’’ গ্রেড প্রাপ্ত হয়েছে। এতে প্রতিয়মান হয় যে শিক্ষার মান ধারাবাহিক ভাবে উন্নতি হচ্ছে। |
১০০% পাশ নিশ্চিত করা সহ বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে উন্নীত করা। |
ময়থা জনতা উচ্চ বিদ্যালয়, পোঃ ফুলকী-ঝনঝনীয়া, উপজেলাঃ বাসাইল, জেলাঃ টাঙ্গাইল। ইমেইলঃ mjhighschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস