গ্রাম + পো: বাথুলী সাদী, উপজেলা - বাসাইল, জেলা - টাংগাইল।
১৯৬৩ইং সনের পূর্বে অত্র এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অজুপাড়া গায়ের দরিদ্র মধ্যবিত্ব ঘরের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহন করতে না পারায় যখন অশিক্ষার কারনে নিম্ন জীবনমান করছিল। এই সময় অত্র বাথুলী সাদী গ্রামের জনৈক মরহুম মৌঃ আলহাজ্ব আঃ কাদির খান (এম.এ) সাহেব জনগনের শিক্ষার মান উন্নয়নে এলাকাবাসীদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই বিদ্যালয়টি তার নিজস্ব সম্পত্তির উপর স্থাপন করেন।
১.মোঃ মতিয়ার রহমান সিকদার (সভাপতি), বি,কম
২.মোসাঃ লাইলী বেগম (দাতা সদস্য), এস,এস,সি
৩.মোঃ আব্দুল রাজ্জাক (কো-অপ্ট সদস্য),বি,এ
৪.মোঃ বোরহান আলী (অভিভাবক সদস্য), বি,এ
৫.মোঃ শাজাহান সিকদার (অভিভাবক সদস্য), এস,এস,সি
৬.মোঃ শুকুর মামুদ (অভিভাবক সদস্য), এস,এস,সি
৭.সোহেবা পারভীন (মহিলা সদস্য), এইচ,এস,সি
৮.মোঃ শাহ্আলম (সঃশিঃ) (টি,আর সদস্য)
৯.মুনসুর আলী খান(সঃশিঃ) (টি,আর সদস্য)
১০.রিনা খান(সঃশিঃ) (মহিলা টি,আর সদস্য)
১১.মোঃ আব্দুস সালাম খান প্রধান শিক্ষক/ সম্পাদক
এস,এস,সি পরীক্ষার তথ্য | ||||
সন | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | অকৃতকার্য | পাশের হার |
২০০৭ | ৩৯ | ০৯ | ৩০ | ২৩% |
২০০৮ | ৪৪ | ৩৯ | ০৫ | ৮৯% |
২০০৯ | ৩৬ | ২৭ | ০৯ | ৭৫% |
২০১০ | ৬৬ | ৫৯ | ০৭ | ৮৯% |
২০১১ | ৭৮ | ৬৯ | ০৯ | ৯০% |
জে,এস,সি পরীক্ষার তথ্য | ||||
সন | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | অকৃতকার্য | পাশের হার
|
২০১০ | ১০৫ | ৮০ | ২৫ | ৭৬% |
২০১১ | ১২৫ | ১১৯ | ০৬ | ৯৫% |
শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
hsbathulysadi@yahoo.com & Mob:01731084817
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস