টাংগাইল জেলার অর্ন্তগত বাসাইল উপজেলাধীন বালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। জমির পরিমাণ ৭৫ (পঁচাত্তুর) শতাংশ। কাঁচা ভবন-২টি, কক্ষ সংখ্যা-০৬টি, ল্যাটিন-২টি, নলকূপ ১টি। টাংগাইল জেলা হইতে ২২ (বাইশ) কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। বাসাইল উপজেলা হইতে উত্তর দিকে কাঁচা রাস্তা ৫ (পাঁচ) কিলোমিটার দূরে অবস্থিত।
নিম্ন অঞ্চল, এ অঞ্চলে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এলাকার জনগণের ইচ্ছায় একটি প্রতিষ্ঠানের প্রয়োজন। এলাকাবাসী ও বালিয়া গ্রামের কতিপয় লোকের দানে ও সাহায্য ও সহযোগীতায় অত্র বিদ্যালয়টি ১৯৮৭ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে শিক্ষা কার্য পরিচালনা হইতেছে।
নাম | পদবী |
হাজী মোঃ আইন উদ্দিন | সভাপতি |
জনাব মোঃ সাইদুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
তুরুন কুমার গুহ | শিক্ষক প্রতিনিধি |
মোঃ জিন্নত আলী | অভিভাবক সদস্য |
মোসলেম উদ্দিন | অভিভাবক সদস্য |
তোফাজ্জল হোসেন | অভিভাবক সদস্য |
আনোয়ার হোসেন | অভিভাবক সদস্য |
চাম্পা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
মোঃ গিয়াস উদ্দিন | দাতা সদস্য |
মোঃ লাল মিয়া | কো-অপ্ট সদস্য |
মোঃ মোজাম্মেল হক মিয়া | ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/সদস্য সচিব |
: ২০০৭ সালে পাশের হার ৭৩.৩১% ২০০৮ সালে পাশের হার ৯৩.১৫% ২০০৯ সালে পাশের হার ৮২.৫৬% ২০১০ সালে পাশের হার ৮৩% ২০১১ সালে পাশের হার ৮৯% |
জে.এস.সি- ২০১০ সালে ১০০% জে.এস.সি- ২০১১ সালে ৬০% |
১২%
: জে.এস.সি ১০০% পাশ |
: বিদ্যালয়টি ভবিষ্যৎ উন্নয়ণের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় কমিটি গঠন করা হইয়াছে। শিক্ষার্থীদের শিক্ষার গুনগতমান বৃদ্ধি করা হইবে এবং শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গমণ করে সমন্বয় কমিটি ও তদারক ও অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করা হইবে। পর্যায়ক্রমে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সর্ত পূরণ করতঃ প্রেরণ করা হইয়াছে। |
: বালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘরঃ বালিয়া বাজার, পোষ্ট কোর্ড নং- ১৯০৩, উপজেলাঃ বাসাইল, জেলাঃ টাংগাইল। |
...................
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস