বাঘিল ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় টি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা সদর হতে ৪ কিলোমিটার উত্তর দিকে ৮ নং কাশিল ইউনিয়নে বাসাইল আইসড়া সড়ক ও কামুটিয়া কালিদাস সড়কে ত্রি মোড়ে এলাকার জনসাধারনের আপ্রাণ চেষ্ঠায় সুন্দর ও মনোরম পরিবেশে ১৯৮৮ ইং সালে ফুল বাড়ী গ্রামে স্থাপিত হয়।
এই বিদ্যালয় টি ১৯৮৮ ইং সালে স্থাপিত হয়ে ২ বৎসর পর ০১-০১-১৯৯০ ইং সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বিকৃতি লাভ করে, পরে ০১-০১-১৯৯৩ ইং সালে নবম শ্রেনী এবং ০১-০১-১৯৯৪ ইং সালে দশম শ্রেণী হিসাবে প্রথম স্বিকৃতি লাভ করে।০১-০১-১৯৯৪ ইং সাল হতে নিম্নমাধ্যমিক ও ০১-০১-১৯৯৭ ইং সাল হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এম, পি, ও ভুক্তি হয়। বর্তমানে বিদ্যালয়ে ৮ জন শিক্ষক ১জন ৩য় শ্রেনী ও ২জন ৪র্থ শ্রেণীর কর্মচরী এম, পি, ও ভুক্ত আছে। সরকারী বিধি মোতাবেক একজন সহকারী গ্রন্থাগারিক নিয়োগ আছে কিন্তু এম, পি, ও ভুক্ত হয়নি। বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক (কৃষি) একজন সহকারী শিক্ষক (শরীরচর্চা) একজন সহকারী শিক্ষক (কম্পিউটার) একজন সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) পদ শুন্য আছে। ২০০৩-২০০৪ অর্থ বৎসরে শিক্ষাপ্রকৌশল কর্তৃক একটি এক তলা ভবন নির্মিত হয়েছে। |
৬ষ্ঠ শ্রেণী- ৫৮
৭ম শ্রেণী -৫৪জন
৮ম শ্রেণী -৪৪জন
৯ম শ্রেণী-৭১ জন
১০ম শ্রেণী-৩৩জন।
মোট = ২৫৫ জন
২০১০ইং সালে ৮ম শ্রেণী সমাপনী পরিক্ষায় অংশ গ্রহন করে ৩৪ জন, পাশ করে ৩১ জন। পাশের হাড় ৯১%। ২০১১ইং সালে ৮ম শ্রেণী সমাপনী পরিক্ষায় অংশ গ্রহন করে ৪৭, জন পাশ করে ৪৭ জন। পাশের হাড় ১০০% |
: ২০১১ ইং সালে এস,এস,সি পরিক্ষায় অংশ গ্রহনকারী ছাত্র ছাত্রীর সংখ্যা ৭২ জন। উত্তীর্ন হয় ৬ টি এ+ সহ ৬২ জন পশের হাড় ৮৬% |
:২০০৮ ইং সালে এস, এস, সি পরিক্ষার ফলাফল শতভাগ, ২০১১ ইং সালে এস, এস, সি পরিক্ষায় ২ জন গোল্ডেন এ সহ ৬ জন এ+ আর্জন করেন ২০১১ ইং সালে জে, এস, সি পরিক্ষার ফলাফল শতভাগ। |
: আগামীতে পাবলিক পরিক্ষাসহ আভ্যমত্মরিন সকল পরিক্ষার ফলাফল শতভাগ নিশ্চিত করা ও একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা। এবং বিজ্ঞান শিক্ষার মান উন্নয়রের জন্য একটি পৃথক বিজ্ঞানাগার স্থাপন করা। বিদ্যালয় পাঠাগারে বই এর সংখ্যা বৃদ্ধি করা। সহ পাঠ্য কৃমিক শিক্ষাজোরদার করা। |
: বাগিল ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী, ডাকঘর- বালিয় ১৯০৩, উপজেলা- বাসাইল, জেলা- টাঙ্গাইল। Email : bagilfbhighschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস