এলাকার সচেতন ব্যক্তিবর্গের উদ্যোগে আনুমানিক ১৯২৫ সালে ১০-১২ জন শিশু শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। যা আজও অব্যাহত ভাবে চলছে।
এই বিদ্যালয়ের রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস তৎকালীন সময়ে উদারমনা ব্যক্তি মোঃ খোরশেদ আলী মিয়া, মোঃ তায়েব মিয়া, মোঃ আবুল হোসেন, স্বইচ্ছায় বিদ্যালয়ের জন্য জমি দান করেন। যে জমিতে গড়ে উঠে একটি ঘর নিয়ে একটি বিদ্যালয়। ১৯৭৩ সালে তৎকালীন সরকার প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। তার পর বিদ্যালয়টি নামকরন করা হয় নথখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এটি টাঙ্গাইল জেলার বাসাইল নামক উপজেলার একটি সুনামধন্য বিদ্যালয়।
শুরুথেকে অদ্যাবধী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগন পরিচালনা পরিষদ তথা এলাকার জনগন বিদ্যালয়ের উত্তারোত্তর উন্নতির জন্য বন্ধ পরিকর। এই বিদ্যালয় থেকে অত্র এলাকার অসংখ্য শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা গ্রহন করে দিকে দিকে ছড়িয়ে পড়েছে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য যারা বর্তমানে স্ব-স্ব কর্মজীবনে প্রতিষ্ঠিত। সেবা প্রদান করছেন বিভিন্ন অঙ্গনে।
স্বনামধন্য এ বিদ্যালয়টি পাঠদানের পাশাপাশি সহ শিক্ষাক্রমিক সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন-বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা, বার্ষিক দোয়া মাহফিল, বার্ষিক বনভোজন, জাতীয় দিবস সমূহ উদ্যাপন, জাতীয় শিশু দিবস পালন, রমজানে ইফতার পার্টি ইত্যাদি বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকে।
অন্য কোন প্রতিষ্ঠান না থাকায় বিদ্যালয়টি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে এটি হয়ে ওঠে এলাকার মানুষের মিলন মেলা ।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | বর্তমান বছরে অর্থাৎ ২০১২ সনে বিদ্যালয়টির ছাত্র/ছাত্রীর সংখ্যা মোট-৩০১ জন | ||||||||||||||||||||||||||||||||||||||||
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক) |
| ||||||||||||||||||||||||||||||||||||||||
পাশের হার | ২০১১ ইং সালে পাশের হার ১০০% |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | ১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি বিদ্যমান। কমিটির মেয়াদ ৩ বছর।
|
বিগত ৫ বছরের সমাপনী |
|
শিক্ষা বৃত্তির তথ্য | বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ৪৫% অনুযায়ী শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা মোট-১২০ জন। যার মধ্যে বালক- ৫৯ জন,বালিকা-৬১ জন। মোট কার্ডের সংখ্যা-১১৮ টি।যৌথ-০২টি,একক-১১৬টি। |
অর্জন | সুদীর্ঘ এ পথ পরিক্রমায় বিদ্যালয়ের অর্জন নেহায়েত কম নয়। শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে উপজেলার নির্বাচিত হয়েছে কয়েক বার। এই বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগন উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ ম্যানেজিং ,কমিটি শ্রেষ্ঠ কাব সংগঠক, শ্রেষ্ঠ কাব শিশু ইত্যাদি জেলা ও আঞ্চলিক পর্যায়ে। শতভাগ ভর্তি , সমাপনি পরীক্ষায় ১০০% পাশের হার নিশ্চিত করা হয়েছে। |
ভবিষ্যৎ পরিকল্পনা | বিদ্যালয়ে ভর্তি ও পাসের হার ১০০% ধরে রেখে বিদ্যালয়টিকে একটি আকর্ষনীয় ও আদর্শ বিদ্যালয়ে পরিনত করায় সতত সচেষ্ট । |
বাসাইল উপজেলা থেকে সরাসরি গাড়ি বা মটোরসাইকেল যোগে ৫ কি.মি. পশ্চিমে এবং পাকা রাস্তা সংলগ্ন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস