বিদ্যালয়টি ০১-০১-১৯৭৩ সাল হইতে জুনিয়র স্বীকৃতি ০১-০১-১৯৮৫ হইতে ৯ম শ্রেণী অনুমতি প্রাপ্ত এবং ০১-০১-১৯৮৬ হইতে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত স্বীকৃতি প্রাপ্ত। |
১৯৭২ সালের ৮ই ডিসেম্বরে নাহালী, মটরা, মীরকুমুল্লী, করাতিপাড়া, কান্দাপাড়া, গুল্যাহ ও বয়ড়া গ্রামের প্রায় এক হাজার জন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে লৌহজংগ নদীর নাম অনুসারে বিদ্যালয়টির নাম রাখা হয় লৌহজংগ উচ্চ বিদ্যালয় এবং ০১-০১-১৯৭৩ হইতে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। |
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন এস.আর ও নং ৯৯ আইন/২০০৯ এর প্রবিধান ৭ এবং ৮ মোতাবেক গঠিত কমিটি প্রসঙ্গে।
সূত্রঃ তাঁর ০৩/০১/২০১১ তারিখের আবেদনের প্রেক্ষিতে নিম্নলিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ম্যানেজিং কমিটি ০২/০১/২০১১ থেকে ০১/০১/২০১৩ তারিখ পর্যন্ত কার্যক্রম চলবে।
১। জনাব মোঃ আবুল কাশেম খান সভাপতি
২। জনাব মোঃ আব্দুল খালেক শিক্ষক প্রতিনিধি
৩। জনাব মোঃ রফিকুল ইসলাম শিক্ষক প্রতিনিধি
৪। জনাব তাছলিমা সুলতানা ছবি সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
৫। জনাব শাহজাহান মিয়া অভিভাবক সদস্য
৬। জনাব মোঃ মন্টু মিয়া অভিভাবক সদস্য
৭। জনাব হায়দার আলী অভিভাবক সদস্য
৮। জনাব খন্দকার মোহাম্মদ আলী অভিভাবক সদস্য
৯। নার্গিস বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
১০। জনাব মোঃ শামছুল হক প্রতিষ্ঠাতা সদস্য
১১। জনাব মোঃ আব্দুল লতিফ মিয়া দাতা সদস্য
১২। সভাপতি কো-অপ্ট সদস্য
১৩। প্রধান শিক্ষক সদস্য সচিব
সন | পরীক্ষার নাম | পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা | উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০১০ | জে.এস.সি | ১১৪ | ৯৮ | ৮৬% |
২০১১ | জে.এস.সি | ১৩৫ | ১২৮ | ৯৪.৩৪% |
২০০৭ | এস.এস.সি | ৯৮ | ৩৭ | ৩৭.৭৬% |
২০০৮ | এস.এস.সি | ২৪ | ২৪ | ১০০% |
২০০৯ | এস.এস.সি | ৭৬ | ৪৮ | ৬৩.১৬% |
২০১০ | এস.এস.সি | ১০৪ | ৬৯ | ৬৬.৩৫% |
২০১১ | এস.এস.সি | ১০৬ | ১০০ | ৯৪.৩৪% |
মোঃ সোলায়মান মিয়া ২০১০ সালের ৮ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। |
২০১০ ও ২০১১ সালে এস.এস.সি পরীক্ষায় ৫+৩=৮ জন ছাত্র-ছাত্রী GPA-5 প্রাপ্ত হয়। তন্মধ্যে Golden GPA ৩ জন। অত্র বিদ্যালয়ে মোট ৫ জন ছাত্র/ছাত্রী বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়াঙ্গনে ৫ বার স্বর্ণ পদক এবং একবার রানার আপ প্রাপ্ত হয়। |
ভবিষ্যতে বিদ্যালয়ে লেখাপড়ার মান আরো উন্নত করার চেষ্টা করিব। শতভাগ পাবলিক পরীক্ষায় পাশের হার অর্জন করার চেষ্টা করিব। খেলাধূলার মান আরো ভাল করার চেষ্টা করিব। একতলা ভবনগুলিকে দ্বিতল ভবন করার পরিকল্পনাটি গ্রহণ করার চেষ্টা চলছে। আর টিনসিট ঘরগুলি পাকা করার পরিকল্পনা হচ্ছে। |
গ্রাম-মটরা, ডাকঘর- করটিয়া, উপজেলা-বাসাইল, জেলা- টাংগাইল। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস