: কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়টি ১৯২৬ সালে এলাকার জনসাধারণের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। ইহা টাঙ্গাইলজেলার বাসাইল উপজেলাধীন কাউলজানী গ্রামে অবস্থিত।বিদ্যালয় বিদ্যালয়ের মোট জমির পরিমান ৫ একর ৯১ শতাংশ। ইহা উপজেলা সদর হইতে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। |
: কাউলজানী নŠশেরীয়া উচ্চ বিদ্যালয়টি ১৯২৬ সালে জুনিয়র মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠত হয়ে ১৯৩৯ সাল পর্যমত্ম চলে পরে ১৯৪০ সালে হাই মাদ্রাসা হিসাবে স্বীকৃতি লাভ করে।এবং পরবর্তিতে, ১৯৬৪ সালে মিাধ্যমিক হিসাবে স্বীকৃতি লাভ করে। এবং ১৯৮৪ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এম, পি, ও ভুক্তি লাভ করে। |
: নিয়মিত ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা ১২ জন। কমিটির অনুমোদনের তারিখ ০৭-০৮-২০১০ ইং সাল স্বারক নং- ১৭০/টাং/৬৭৯৪। মেয়াদ কাল ০৭-০৮-২০১০ থেকে ০৬-০৮-২০১২ সাল পর্যমত্ম। |
: এস, এস, সি, ২০০৭ সালে পাশ করেছে ২৫জন। পাশের হার ৪৩%, ২০০৮ সালে পাশ করেছে ৪০জন। পাশের হার ৭০%,২০০৯ সালে পাশ করেছে ৩১জন। পাশের হার ৪৫%, ২০১০ সালে পাশ করেছে ৪২জন। পাশের হার ৯৫%,২০১১ সালে পাশ করেছে ৪৫জন। পাশের হাড় ৭১%। |
: বিদ্যালয়ে উপবৃত্তির সংখ্যা ৮৫ ।এছাড়া প্রাথমিক বৃত্তি ০১, জুনিয়র বৃত্তি ০৬। উলেস্নখ্য ছাত্র ৪৭ জন এবং ছাত্রী ৩৮ জন। |
: এই বিদ্যালয় হইতে ম্যাট্রিক/এস, এস, সি পাশ করে অনেকে শিÿার্থী জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা লাভ করেছেন। এখানে উলেস্নখ্য যে অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র মরহুম ড. মালিক খসরম্ন চৌধুরী সাহেব জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ও ভি, সি ছিলেন, ডা. অধ্যাপক আব্দুল মজিদ সাহেব বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের প্রোভিসি ছিলেন, মরহুম ড. শাহাজাদা চৌধুরী নিপছন এর পরিচালক ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ডীন ছিলেন, অধ্যাপক ডাঃ নাজির আহম্মেদ চৌধুরী প্রখ্যাত হৃদ রোগ বিশেষজ্ঞ, হৃদ রোগ ইনস্টিটিউট ঢাকা। সম্প্রতি ব্রাক স্কুল বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে। |
: আগামীতে পাবলিক পরিÿা সহ আভ্যমত্মরিন সকল পরিÿার ফলাফল শতভাগ নিশ্চিত করা । এবং বিজ্ঞান শিÿার মান উন্নয়রের জন্য একটি পৃথক বিজ্ঞানাগার স্থাপন করা। বিদ্যালয় পাঠাগারে বই এর সংখ্যা বৃদ্ধি করা। সহ পাঠ্য ক্রমিক শিÿা জোরদার করা।বিদ্যালয়ে একটি মিলনায়তন স্থাপন করা। |
: কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়। কাউলজানী, বাসাইল টাঙ্গাইল। Email : kawaljaninhschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস