অত্র কলেজটি টাংগাইল জেলার বাসাইল উপজেলায় ময়থা-ঝনঝনিয়া গ্রামে অবস্থিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদ রওশন আলী খানের নামে তার সুযোগ্য পুত্র আমেরিকা প্রবাসী প্রথিতযশা ফার্মাসিষ্ট আলহাজ হামিদ রেজা খান প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশের আবহমান পল্লীর প্রাকৃতিক পরিবেশে স্থাপিত হয়েছে শহীদ রওশন আলী খান মহাবিদ্যালয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ১৯৯৮ সালে। সব কাজ গুছিয়ে বোর্ডের অনুমতি নিয়ে বাস্তবিকভাবে কলেজ শুরুহয় ২০০০ সালে। এই শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে যার নামে তিনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী বাহিনীর অনুগত বিহারী সন্ত্রাসীদের হাতে শহীদ হন। কলেজটির এই নামকরণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এই অঞ্চলের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের লাখো শহীদদের আত্নদানকে সম্নানের সাথে স্মরণে আনা হয়েছে। বস্ত্তত: মানুষ তখনই সত্যিকার অর্থে মরে যখন অন্যরা তাকে ভুলে যায়। আমরা এই কলেজের নামকরণের মধ্য দিয়ে সব শহীদদেরই অনন্তকাল জীবিত রাখতে চাই। এই কলেজের মূল শিক্ষা হল- অর্জিত মেধা ও জ্ঞান দ্বারা দেশের ও মানুষের কল্যাণ করা।
শহীদ রওশন আলী খান মহাবিদ্যালয়ের প্রতিষ্টাতা আলহাজ হামিদ খান যুক্তরাষ্টে দীর্ঘকাল প্র্বাসী থেকেও নিজ জন্মভূমি এ্বং নিজ এলাকার জনসাধারণের প্রয়োজনকে আপন দায়িত্ব ও কর্তব্যের অর্ন্তগত হিসাবে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি প্রতিষ্ঠার আরেকটি অন্যতম উদ্দেশ্য হল গ্রামের অবহেলিত কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর সমত্মানদের বিশেষ করে মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
১ম বর্ষ: ২২০ জন
২য় বর্ষ: ১৮৭ জন
ক্রমিক নং | নাম | কমিটিতে অবস্থান |
০১ | কাজী অলিদ ইসলাম | সভাপতি |
০২ | টি.এম. রিয়াছত | সদস্য সচিব |
০৩ | আলহাজ হামিদ রেজা খান | প্রতিষ্ঠাতা |
০৪ | মো: আমিনুল হক খান | দাতা সদস্য |
০৫ | মো: আ: হামিদ মিয়া | অভিভাবক সদস্য |
০৬ | মো: আইয়ুব খান | অভিভাবক সদস্য |
০৭ | নুরুল ইসলাম | অভিভাবক সদস্য |
০৮ | মো: আইয়ুব খান | অভিভাবক সদস্য |
০৯ | জাহানারা বেগম | অভিভাবক সদস্য |
১০ | মো: সহিদূর রহমান | শিক্ষক প্রতিনিধি |
১১ | মাসুমা খানম | শিক্ষক প্রতিনিধি |
১২ | সানোয়ার | শিক্ষক প্রতিনিধি |
১৩ | মঞ্জুরুল হক খান | শিক্ষানুরাগী |
গড় পাশের হার : ৮২.৭৮%
১ম বর্ষে ২৫ জন ও ২য় বর্ষে ১৫ জন ছাত্রী উপবৃত্তি পাচ্ছে।
২০১১ সালের এইচ. এস. সি পরীক্ষায় অত্র কলেজের অবস্থান টাংগাইল জেলায় ৯ম। (A+ ৯ জন)
টাংগাইল জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করা। ভবিষ্যতে অত্র কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চালু করা এবং বি.এম শাখা চালু করা। |
শহীদ রওশন আলী খান মহাবিদ্যালয় গ্রাম : ময়থা-ঝনঝনিয়া, ডাকঘর : ঝনঝনিয়া, উপজেলা : বাসাইল, জেলা : টাংগাইল। মোবাইল: ০১৭১৮১৩৭১৭৪, ইমেইল: srakcollege@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস