: ০১/০৪/১৯৯৪ইং থেকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত এবং ০১/০৪/১৯৯৯ইং তারিখ থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত। |
: প্রাকৃতিক ঐশ্বর্য্যমন্ডিত টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাধীন দাপনাজোর গ্রামে মার্থা লিন্ডস্ট্রম-নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত। নারী শিক্ষার উন্নয়নের লক্ষ্যে স্থপিত আখতার হামিদ মাসুদ ও অর্থনীতিবিদ ড. এ এইচ মনসুর ভ্রাতৃদ্বয় অত্র গ্রামে এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদের সংগে একমত পোষণ করেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্ল ফ্রেডরিক লিন্ডস্ট্রম। গ্রামবাসী উপরোক্ত দুই ভ্রাতৃদ্বয়ের মা নূরজাহান বেগম এবং কার্ল ফ্রেডরিক লিন্ডস্ট্রমের মা মার্থা লিন্ডস্ট্রম উভয়ের মার নামে নামকরণ বিষয়ে গ্রামবাসী একমত প্রকাশ করেন। সেই অনুসারেই অত্র বিদ্যালয়ের উপরোক্ত নামকরণ করা হয়। বিদ্যালয় প্রতিষ্ঠালগ্নে স্থপতি আখতার হামিদ মাসুদ ও অর্থনীতিবিদ ড. এ এইচ মনসুর তাদের পৈত্রিক সম্পত্তি ও বিপুল পরিমাণ নগদ অর্থ দান করেন। কার্ল ফ্রেডরিক লিন্ডস্ট্রম নামকরণের জন্য অর্থ দান করেন। উপরোক্ত ভ্রাতৃদ্বয়ের কনিষ্ঠ বোন আফরোজা ইব্রাহীম ছাত্রীদের মেধা বৃত্তির টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা অব্যাহত রয়েছে। ভ্রাতৃদ্বয়ের চাচাতো ভাই অধ্যাপক কবি মাহমুদ কামাল ও আবুল কালাম মোস্তফা লাবু নগদ অর্থ ও জমি দান করেন। এছাড়াও গ্রামবাসী বিদ্যালয়ের নিকট জমি বিক্রয় করে নৈতিক সহযোগিতা করেন। বর্তমানে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ১০ জন, ভর্তি পরীক্ষার ফলাফলের ক্রমানুসারে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সরকারি বৃত্তি ছাড়াও ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীগণ প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে মেধা বৃত্তি পেয়ে আসছে। দূরবর্তী ছাত্রীগণ প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে যাতায়াত খরচ পেয়ে আসছে। সকল ছাত্রী এবং শিক্ষকমন্ডলী মিড ডে মিল এর আওতায় টিফিন সুবিধা ভোগ করছে। এছাড়াও বিদ্যালয়ে রয়েছে নাচ, গান ও ডিসপ্লে প্রশিক্ষণের সুবিধা। অতীত সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে বিদ্যালয়টি Aগ্রেডে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। |
১। প্রতিষ্ঠাতা ও সভাপতিঃ ড. আহসান হাবীব মনসুর। ২। জনাব মির্জা নুরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি। ৩। জনাব মোঃ গোলাম নবী, শিক্ষক প্রতিনিধি। ৪। জনাবা চিত্রা দাস, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি। ৫। জনাব আশরাফ উদ্দিন, অভিভাবক সদস্য। ৬। জনাব আবু তারেক, অভিভাবক সদস্য। ৭। জনাব জাকির হোসেন, অভিভাবক সদস্য। ৮। জনাব ইউনুস আলী, অভিভাবক সদস্য। ৯। জনাব মোঃ আবুল কালাম মোস্তফা, দাতা সদস্য। ১০। জনাব মোঃ রফিকুল ইসলাম, কু-অপ্প। ১১। জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক, সদস্য সচিব। |
: মোট ছাত্রীঃ ৫১ জন, মোট পাশঃ ৩৯ জন। A+১ জন, A৪ জন, A-৭ জন, B১৫ জন, C ১২ জন। পরীক্ষার সনঃ ২০১১ইং। |
: সরকার প্রদত্ত ৩০% ছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। |
: ২০১০ এবং ২০১১ইং সালের এস.এস.সি পরীক্ষায় GPA 5সহ অনেকে Aগ্রেড প্রাপ্ত হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, বিদ্যালয়টির শিক্ষার মান ধারাবাহিকভাবে উন্নতির দিকে। |
: ১০০% পাশ নিশ্চিত করা সহ বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করণ। |
: মার্থা লিন্ডস্ট্রম-নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, দাপনাজোর, করটিয়া, বাসাইল, টাঙ্গাইল। ই-মেইল : mlsngirlshighschool@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস