বাসাইল থানা, টাঙ্গাইল।
মোবাইল-০১৭১৩৩৭৩৪৫৮
---------------------------------------------------------------------------------------------------------------------------
ব্যক্তিগতভাবে কোন সমস্যার সমাধান না করা গেলে আইনী সহায়তার প্রয়োজন হয়। বিভিন্ন কারণে থানায় ডায়েরী করা যায়। পর্যাপ্ত তথ্য না থাকায় অনেকে থানায় যেতে চান
না বা সাহস করেন না। থানায় অভিযোগ করতে হলে তা নির্দিষ্ট ও স্পষ্ট করে লিখতে হবে। এ ক্ষেত্রে ডিউটি অফিসারের সহায়তা নেয়া যাবে।অভিযোগের একটি কপি থানায়
সংরক্ষিত থাকবে এবং আরেকটি অভিযোগকারী নিজের কাছে রাখবেন।এই ভিডিওর মাধ্যমে জিডি করার পদ্ধতি জানা যাবে
সরকার বিনামূল্যে সুবিধাবঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগোষ্ঠির জন্য আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রনয়ন করেছে। জাতীয় আইনগত সহয়তা সংস্থা প্রদান সংস্থা দুই
ভাগে (জাতীয় পরিচালনা বোর্ড ও জেলা কমিটি মাধ্যমে) এ সহায়তা দিয়ে থাকে। তাছাড়াও এই বোর্ড কিভাবে কাজ করে কমিটির সদস্য কারা, সংস্থার দায়িত্ব ও কাযাবলী, বোর্ড
সভা, জেলা কমিটি, জেলা কমিটি দায়িত্ব ও কাযাবলী, আইনগত সহায়তা প্রাপ্তিতে প্রাপকের যোগ্যতা, সহায়তা গ্রহনে আবেদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলো এই কনটেন্টে
দেয়া হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS